নিউজ ডেস্ক: মনের মিল হচ্ছে এমন মানুষ পাওয়া আজকাল খুব দুষ্কর। ফলে সামান্যতেই রাগ, কথা কাটাকাটি এবং শেষে বিচ্ছেদ। বারবার তাই প্রেমে মন ভাঙে। মনের মত কাউকে যেন পাওয়াই যায় না। কখনো ভেবে দেখেছেন কেমন হতো যদি নিজেই নিজের মনের মত সঙ্গী বানাতে পারতেন! সেই কল্পনাকে এবার সত্যি করতে চলেছে সিলিকন ভ্যালির একটি সংস্থা। প্রেমে মন ভাঙ্গা এবং একাকিত্বের পরিস্থিতি থেকে বের হতে এইবার আসতে চলেছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মনের মত সঙ্গী তৈরি করবে।
আমেরিকার সিলিকন ভ্যালির সংস্থা ‘অ্যান্ড্রিসেন হরোইটজ’ নয়া প্রজেক্ট নিয়ে এসেছে, যার মাধ্যমে ব্যবহারকারী চাইলেই মনের মত সঙ্গী বানিয়ে ফেলতে পারবেন। ওই সংস্থার তরফে ‘গিটহাব’ প্ল্যাটফর্মে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রঙ্গিন নকশা তৈরি করা যায় তা প্রকাশ্যে এসেছে। ব্যবহারকারীকে প্রথমে তার পছন্দ অনুযায়ী এআই মডেল পছন্দ করতে হবে এবং নিজের পছন্দের একটি তালিকা সিস্টেমে আপলোড করতে হবে। তাতেই তৈরি হবে এই ‘ডিজিটাল সঙ্গী’।
ডিজিটাল সঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নিতে একটি চ্যাটবটও তৈরি করা হবে। ব্যবহারকারী ‘ডিজিটাল সঙ্গী’র থেকে কী কী চাইছেন তা স্পষ্ট করে সিস্টেমে জানাতে হবে। সেই পছন্দ-অপছন্দের তালিকা মিলিয়েই তৈরি হবে চ্যাটবট। অনেকেই নিজের চাহিদা সম্পর্কে অবগত নন, ফলে সিস্টেমে আগে থেকেই কিছু এআই মডেল রয়েছে। সেগুলোও সিলেক্ট করতে পারেন ব্যবহারকারীরা।
যদিও অনেকের মতে এআই-এর মাধ্যমে বানানো ‘পারফেক্ট’ সঙ্গী কখনোই মানুষের জায়গা নিতে পারবেন না। তবুও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্বের বহু মানুষ। ওই সংস্থা জানিয়েছে যে একাকীত্ব, হতাশা, মানষিক উদ্বেগ এবং অবসাদগ্রস্থ মানুষের সংখ্যা বাড়ছে দিনে দিনে। কথা বলার মানুষের অভাব মেটাতেই তাঁরা তৈরি করেছে এই সঙ্গী। অন্তত একাকীত্ব থেকে বের হতে পারবেন এই সিস্টেমের ব্যবহারকারীরা। এমনটাই আশা করছেন এই প্রজেক্টের কারিগররা।