নিউজ ডেস্ক: ছুটির মুডে বলিউডের গ্রিক গড। প্রেমিকা সাবা আজাদকে নিয়ে বেড়াতে গিয়েছেন তিনি। গন্তব্য দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। সোশ্য়াল মিডিয়ায় প্রায়শয়ই অ্যাকটিভ থাকেন সাবা। আর সেখানেই তাঁদের সফরের ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটিতে হৃতিক ও সাবার একটি সেলফি এবং অন্যটিতে শুধু হৃতিককে দেখা যাচ্ছে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি রেস্তোঁরাতে প্রাতঃরাশ সারছিলেন তাঁরা। সামনে একটি কেক এবং এককাপ কফি নিয়ে গালে হাত দিয়ে বসেছিলেন হৃতিক। তাতে লিখেছেন ‘আমার হিপ্পো হার্ট’। অন্য ছবিটিতে শীতের পোশাক ও টুপি পরা দুজনের ছবি।
বিগত বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন হৃতিক-সাবা। সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই সাবার সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। যদিও আইনি বিচ্ছেদ হলেও দুই ছেলেকে বড়ো করার জন্য মা বাবার দায়িত্ব সমান ভাবে পালন করে চলেছেন দুজনেই। এখনো খুব ভালো বন্ধু হৃতিক ও সুজান। যদিও মডেল অ্যালি গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজান। বলা ভালো চারজনেই বেশ ভালো বন্ধু। মাঝেমাঝেই দুই ছেলে রিহান ও রিদানকে নিয়ে প্রেমিকা সাবার সঙ্গে ছুটি কাটাতে যান হৃতিক।