নিউজ ডেস্ক: গভীর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(NCS)র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। শুক্রবার মধ্যরাতে পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এই কম্পনের উৎসস্থল বলেও জানিয়েছে এনসিএস। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৬৯ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম থেকে এখনও পর্যন্ত এই নিয়ে তিনবার ভূমিকম্পের কেঁপে উঠেছে দ্বীপপুঞ্জটি। জানুয়ারিতে ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপপুঞ্জের আন্দামান সাগর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৯। তারপর মার্চ মাসেও কেঁপে ওঠে নিকোবর অঞ্চল। রিখটার স্কেলে ৫ তীব্রতায় কেঁপে ওঠে দ্বীপপুঞ্জের এলাকা।
তবে এখানেই শেষ নয়। ২০২২ সালেও একাধিকবার কম্পনে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ২২ বার কেঁপে ওঠে দ্বীপপুঞ্জটি।