নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী ২৬ টি দল তাদের জোটে INDIA ব্যবহার করে দেওয়ার চেষ্টা করেছে বড় চমক। কিন্তু রাজনৈতিক চমক দেওয়ার ক্ষেত্রে এখনও অপ্রতিরোধ্য টিম মোদী-শাহ-নাড্ডা। এবার মুসলমান সমাজকে বার্তা দিতে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি করা হলো একজন মুসলমান শিক্ষাবিদকে। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তারিক মনসুর। এই সিদ্ধান্ত যে বিরোধীদের বিজেপিকে মুসলিম-বিরোধী বলে প্রচারেরই সপাট উত্তর, তাই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ২০২৪ এর লোকসভার আগে হিন্দু রাষ্ট্র ইস্যু এবং UCC নিয়ে মুসলমান সমাজের ক্ষোভের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। আলীগড় বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছিল কেন্দ্রের বিরোধিতায়। সেই সময় উত্তেজনা সফলভাবে নিয়ন্ত্রণ করেছিলেন মনসুর সাহেব। মুসলিম হয়েও আরএসএস ঘনিষ্ঠ হওয়ায় বিজেপির পছন্দের তালিকায় ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পসমন্দা মুসলিম ছাত্রদের কাছে দারাসিকোর ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা তুলে ধরেছিলেন তিনি। পসমন্দা মুসলিম সম্প্রদায়ের মন পেতেই এই দুঁদে নেতাকে বসানো হলো বিজেপির এমন গুরুত্বপূর্ণ পদে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আলীগড়েরই বাসিন্দা তারিক মনসুর, এবং সেখানকার পসমন্দা সমাজে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। এদিকে উত্তরপ্রদেশের প্রায় ২০ টি আসনে ভালোরকম ভোট শেয়ার রয়েছে পসমন্দা মুসলিমদের। এই কারণে লোকসভার আগে তারিক মনসুরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে এনে বিরোধী- জোটের একটি শক্তিশালী অস্ত্রকে ভোঁতা করে দিল বলে মত বিশেষজ্ঞদের। যদিও বিজেপির বক্তব্য, এই সিদ্ধান্তকে রাজনৈতিক ফায়দার দিক থেকে দেখা ভুল। কারণ এপিজে আব্দুল কালামের মতো মনীষীকেও রাষ্ট্রের প্রধান করেছে বিজেপি।