নিউজ ডেস্ক: কয়লা-নিয়োগ-গোরু দুর্নীতির ধাতব-ফলায় বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন বহু প্রভাবশালীও। সূত্রের খবর, এই প্রভাবশালীরা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করেন দুর্নীতির টাকা। বিদেশের ব্যাঙ্কে সেই টাকা বিনিয়োগ করে তাঁর প্রফিট ঘোর পথে দেশে ফিরিয়ে আনেন এঁরা। সম্প্রতি, আনন্দবাজারের একটি রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, এমনই হাওয়ালার মাধ্যমে নিজের রাশিয়ান বান্ধবীর কাছে বিপু অঙ্কের টাকা পাচার করেছেন শাসক দলের এক প্রভাবশালী। রিপোর্টটি বলছে, এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে খোদ ইডি। ইডির সূত্র মতে, রাশিয়ান বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা পাঠান ওই প্রভাবশালী। যদিও প্রকাশিত হয় নি তাঁর নাম।
ইডি সূত্র বলছে, রাশিয়ান নাগরিক হলেও বর্তমানে ওই মহিলা থাকেন লন্ডনে। পেশায় মডেল এই বিদেশির অ্যাকাউন্টে টাকা পাচার হওয়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি ইডির আধিকারিকদের। পশ্চিম এশিয়ার একটি নির্দিষ্ট দেশে ভুয়ো সংস্থার নাম দেখিয়ে পাচার করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। আর এই কাজে লিপ্ত একাধিক প্রভাবশালী। আর এই ভুয়ো সংস্থাটির ব্যাপারে তদন্ত করতেই রাশিয়ান বান্ধবীর তথ্য সামনে আসে ইডির। জানা গেছে, এই ভুয়ো সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা ট্রান্সফার করা হয় রাশিয়ান মহিলার অ্যাকাউন্টে।
এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত রাজ্যের শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা প্রায় ২০-২২ বার করে যাতায়াত করেছেন বিদেশে। যার মধ্যে দুবাইতে এঁদের যেতে হতো সর্বাধিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার , ওই ২০১৭ থেকে ২০ পর্যন্ত প্রায় কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বিদেশে। আর ইডির দাবি সেই বিনিয়োগকৃত টাকা ঘুরপথে রাজ্যে নিয়ে এসে সম্পত্তি করেছেন প্রভাবশালীরা। পলাতক বিনয় মিশ্রই নাকি দুর্নীতির টাকা প্রভাবশালীদের আত্মীয়দের নামে পাচার করতেন বিদেশে।