নিউজ ডেস্ক: মেয়েদের বিশ্বকাপে হেরে গেল ব্রাজিল। পানামাকে হারানোর পরে শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ১-২ ব্যবধানে হারল তারা। অন্য একটি ম্যাচে সুইডেন ৫-০ গোলে হারিয়েছে সুইডেনকে। জামাইকা ১-০ ব্যবধানে হারিয়েছে পানামাকে। যদিও দিনের শেষে আলোচনায় সেই ব্রাজিলই। হারলে বিশ্বকাপে এখনও টিঁকে রয়েছে ফুটবল সম্রাটের দেশ।
ফ্রান্সের হয়ে গোল করেন ইউজিনি লে সমার এবং ওয়েন্ডি রেনার্ড। ১৩ মিনিটে হেডে গোলের সুযোগ নষ্ট করেছিলেন লে সমার। চার মিনিট পরেই গোল করেন তিনি। সাকিনা কারাচুইয়ের লম্বা ভাসানো বল বক্সের মধ্যে লে সমারের উদ্দেশে হেড করেন কাদিদিয়াতু দিয়ানি। সেই পাসে হেডেই গোল করেন লে সমার। ব্রাজিলের গোলকিপার লেটিসিয়ার কোনও সুযোগই ছিল না বাঁচানোর।
আরও পড়ুন: Subrata Bhattacharya-Sunil Chhetri: শ্বশুর নয়, কোচ বাবলুকেই পছন্দ সুনীলের
ব্রাজিল অবশ্য ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে সমতা ফেরান ডেবিনহা। ফ্রান্সের বক্সে দ্রুত পাস খেলেন ব্রাজিলের ফুটবলাররা। ডেবিনহা বল নিয়ন্ত্রণ করে ডান পায়ের শটে গোল করেন। লে সমারকে ৬৬ মিনিটে তুলে নেওয়া হয়। কিন্তু ফ্রান্সের জয় তাতে আটকায়নি। প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন রেনার্ড। ৮৩ মিনিটে কর্নার থেকে ফাঁকায় হেডে গোল করেন তিনি।
ইটালি প্রথম ম্যাচে হারিয়েছিল আর্জেন্টিনা। শনিবার পাঁচ গোল খেল তারা। সুইডেন উঠে গেল নকআউটে। ধীরগতিতে শুরু করা সুইডেন আচমকাই তেড়েফুড়ে খেলা শুরু করে প্রথমার্ধের একটু আগে। ৩৯ মিনিটে প্রথম গোল করেন আমান্ডা ইলেস্টেট। পাঁচ মিনিট পরে ব্যবধান বাড়ান ফ্রিডোলিনা রলফো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করেন আমান্ডা। ম্যাচের একেবারে শেষ সময়ে গোল রেবেকা ব্লমভিস্টের।