নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। যেই ওয়েস্ট ইন্ডিজ দল এবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্য়র্থ হয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে। তিনজন স্পিনার ও চারজন পেসারকে খেলালেও সাফল্য আসেনি। রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রামে দেওয়ার খেসারত দিতে হয়েছে। বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারতের এই অবস্থা মোটেও ভালোভাবে নেয়নি কেউ। সমর্থকরা নিন্দা করেছেন। এবার প্রাক্তন ক্রিকেটাররাও যোগ দিয়েছেন সেই তালিকায়।
এই ধরনের টিমকে অত্যন্তা সাধারণমানের বলে উল্লেখ করেছেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ, ‘এই দল অত্যন্ত সাধারণমানের। এই ভারতীয় টিম নিয়ে আলোচনার কোনও মানে হয়। ভারতীয় বোর্ডের গুচ্ছ গুচ্ছ টাকা আছে। ক্রিকেটাররাও পাচ্ছে। কিন্তু তা দিয়ে মানের উন্নতি হয় না।’ কপিলদেবও সমালোচনা করেছেন কোচ রাহুল দ্রাবিড়ের। প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথায়, ‘আমাদের ক্রিকেটাররা সর্বজ্ঞানী।’
তাঁর কথায়, ‘কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্য চিন্তাভাবনা করা উচিত। ধারাভাষ্য দিতে সেখানে সুনীল গাভাসকর পর্যন্ত ছিলেন। তাঁর সঙ্গে আলোচনা করা যেতে পারত। এক তরফা সিদ্ধান্ত নিলে এই অবস্থা হয়।’ কোচ রাহুল দ্রাবিড় তাঁর সিদ্ধান্ত নিয়ে ব্যাখা দিয়েছেন একেবারে নিজের মতো করে। তাঁর কথায়, ‘কিছু সময়ে টিম পরিবর্তন করতেই হয়। সবাই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে হয়। হারের জ্বালা সহ্য করতে হচ্ছে ঠিকই। কিন্তু টিমটাকেও একবার দেখে নেওয়ার দরকার ছিল।’
দুটো ম্যাচেই ভারতকে ভুগিয়েছে মিডল অর্ডার। দলের ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেননি। ওপেনে ঈশান কিষান রান না পেলে আরও লজ্জা অপেক্ষা করেছিল ভারতের জন্য। সেটা দেখতে হয়নি। অন্যদিকে বোলিংয়েও বিষ ছিল না। প্রথম ম্যাচে স্পিনাররা উইকেট পান, আর দ্বিতীয় ম্যাচে স্পিনাররা একটা উইকেট পান। পেসাররা ছাপ ফেলতে পারেননি দুটো ম্যাচের মধ্যে কোনওটিতেই। বিশ্বকাপের আগে আর বাকি রয়েছে ১০টা ওডিআই ম্যাচ। ফলে সেই ম্যাচগুলোর আগে দলকে তৈরি করতে না পারলে বিপাকে পড়তে হবে। সামনে রয়েছে এশিয়া কাপ, সেখানে সাফল্য না পেলে বিপদে পড়বে টিম ম্যানেজমেন্ট।