নিউজ ডেস্ক: চলন্ত ট্রেনে শুটআউট! ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বই এক্সপ্রেসে। আরপিএফ কনস্টেবলের গুলিতে একজন অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর(ASI) সহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
আরপিএফ’র তরফে জানান হয়েছে, “জয়পুর-মুম্বই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। ঘটনায় একজন এএসআই সহ চারজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ জিআরপি’র ডিসিপি’কে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।”
মহারাষ্ট্র রেল সূত্রে খবর, সোমবার ভোর ৫ টায় মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস পালঘর স্টেশন ছাড়ার পর ঘটনাটি ঘটে। ট্রেনের B-5 কামরায় প্রথমে এএসআই’কে গুলি করে ওই আরপিএফ কনস্টেবল। এরপর পরের কামরায় গিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সে। ঘটনায় মারা যায় তিন যাত্রী। এরপর চেন টেনে ট্রেন থামিয়ে দাহিসার স্টেশনে নেমে পড়ে সে। অবশেষে কিছুক্ষণ তল্লাশির পর মিরা রোডে জিআরপি এবং আরপিএফ আধিকারিকদের মিলিত প্রচেষ্টায় গ্রেফতার হয় অভিযুক্ত ওই কনস্টেবল।
পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, অভিযুক্ত কনস্টেবলের নাম চেতন সিং এবং মৃত আরপিএফ অফিসারের নাম টিকারাম মীনা। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বাসিন্দা ছিলেন টিকারাম। অন্যদিকে, উত্তরপ্রদেশের হাতরাশের বাসিন্দা হল চেতন। ঘটনার সময় চেতনের ডিউটি-ইন-চার্জ ছিলেন টিকারাম। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটল, তা কেউ বুঝে উঠতে পারছেন না বলে জানান জনসংযোগ আধিকারিক। ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। চেতনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে খবর।