নিউজ ডেস্ক: ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। শনিবার রাতেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ক্রিকেটের সব ফর্ম থেকেই তিনি সরে আসবেন। রবিবার বিকেলবেলা টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ব্রডের জন্য বিশেষ একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
একটি টুইট করে যুবরাজ স্টুয়ার্ট ব্রডকে ‘অনুপ্রেরণা‘ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি ব্রডকে তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৭ সালে টি–২০ ক্রিকেট বিশ্বকাপে এই স্টুয়ার্ট ব্রডকেই ৬ ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। কেরিয়ার শুরুটা এভাবে হলে অনেকেই হয়ত আশাহত হতেন। এমনকী, ক্রিকেটও ছেড়ে দিতে পারতেন। কিন্তু, স্টুয়ার্ট ব্রড ঘুরে দাঁড়িয়েছিলেন। কেরিয়ারের শেষটায় যথেষ্ট গর্বের সঙ্গেই দাঁড়ি টানলেন ব্রড।
ব্রডকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবরাজ লিখেছেন