নিউজ ডেস্ক: লোকমান্য তিলক জাতীয় সম্মানে ভূষিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল পুনের একটি অনুষ্ঠানে বেলা পৌনে ১২ টায় এই সম্মান তুলে দেওয়া হবে প্রধামন্ত্রীর হাতে। উল্লেখ্য, এই বিশেষ সম্মানটি ১৯৮৩ সাল থেকে প্রদান করে আসছে তিলক স্মারক মন্দির ট্রাস্ট। দেশ তথা সমাজের উন্নতির স্বার্থে বিশেষ অবদান রাখেন যারা, তাঁদের মধ্যে বাছাই করে ভূষিত করা হয়ে থাকে এই সম্মানে। প্রধানমন্ত্রী হতে চলেছেন ৪১ তম তিলক সম্মান প্রাপক। এর আগে ডঃ শঙ্কর দয়াল শর্মা, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, প্রণব মুখোপাধ্যায়, ডঃ মনোমোহন সিংয়ের মতো বিদগ্ধ ব্যক্তিরা পেয়েছেন এই সম্মানটি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই সম্মানটিতে প্রধানমন্ত্রীকে সম্প্রদানকালে মঞ্চে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের চাণক্য তথা NCP-র বরিষ্ঠ নেতা শরদ পাওয়ার। শুধু তাই নয়, সূত্রের খবর খোদ পাওয়ারের হাত থেকেই এই সম্মান তুলে দেওয়া হবে মোদীর হাতে। ব্যাপার হলো, এই মুহূর্তে বিরোধী জোটের অন্যতম মুখ শরদ পাওয়ার। আইএনডিআইএ জোটের বৈঠকে বিজেপি-বিরোধিতার অন্যতম মুখ হিসেবে তুলে ধরা হয়েছে তাঁকে। এই অবস্থায় মোদীর সঙ্গে এক মঞ্চে থাকলে বিজেপি-বিরোধী জোটের কাছে ভুল বার্তা যেতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।
ইতিমধ্যে মোদীর সঙ্গে একই মঞ্চে শরদ পাওয়ারের থাকা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী শিবিরে। প্রকাশ্যে মুখ খুলেছেন খোদ মহারাষ্ট্রের বিরোধী-জোটের প্রধান মুখ উদ্ধব ঠাকরে। তাঁর মতে, এই কাজটি উচিত হচ্ছে না শরদ পাওয়ারে মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদের পক্ষে। আগস্টের শেষ সপ্তাহে মুম্বইতে হতে চলেছে বিরোধী-জোটের পরবর্তী বৈঠক। তার আগে শরদ পাওয়ারের এমন পদক্ষেপ বিজেপি-বিরোধী জোটের ঐক্যে প্রশ্নচিহ্ন তুলে দেবে বলে মত INDIA শিবিরে।