নিউজ ডেস্ক: বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির সরকারপাড়া সীমান্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পাচারকারীর নাম মোমিন শেখ (৪০) বাড়ি রানিনগরের জিন্নাতপাড়ায়। বিএসএফের ১৪১ ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে ওই পাচারকারী ও তার চার পাঁচ সঙ্গী মিলে গরু পাচার করার চেষ্টা করছিল। তখন বিএসএফ বাধা দিলে পাচারকারীরা গুলি করে, ফাটায় সকেট বোমাও। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে একজন পাচারকারীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার হয়েছে।
বিএসএফের এক অফিসার জানান, “সীমান্তের জমিতে উঁচু পাট গাছের সুযোগ নিয়ে গত কুড়িদিন ধরে পাচারকারীরা সরকারপাড়া সীমান্ত দিয়ে গবাদিপশু পাচার করার চেষ্টা করছে। ঘটনায় সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা বিব্রত। এই অবস্থায় কাল রাতে পাচারকারীরা ফের গরু পাচার করতে গিয়ে জওয়ানদের চ্যালেঞ্জ করে। তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ফাটায়। ওই পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে গুলি চালালে একজন পাচারকারীর মৃত্যু হয়েছে।”
আরও পড়ুন: Purulia News: শিলান্যাস হয়েছে ৭ বছর, আজও হয়নি সেতু
জানা গিয়েছে মৃত পাচারকারী পাচারের কাজে খুবই কুখ্যাত। তার বর্তমান বাড়ি ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দুরে রানিনগরের জিন্নাতপাড়ায়। তবে তার আগে তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার মাঝারদিয়াড় চড়ে ছিল। বছর আটেক আগে বাংলাদেশ থেকে ভারতের জিন্নাতপাড়ায় চলে আসে ও সেখানে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। সরকারপাড়া সীমান্ত বাংলাদেশের খুব কাছে হওয়ায় তাদের একটি টিম উঁচু পাটের সুযোগ নিয়ে পাচারের কাজে লিপ্ত হয়েছে। রবিবার বিএসএফ কে চ্যালেঞ্জ করায় ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।