নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমনে সফল বর্ডার সিকিউরিটি ফোর্স(BSF)। জওয়ানদের গুলিতে খতম এক অনুপ্রবেশকারী। তদন্ত চলছে এখনও।
বিএসএফ সূত্রের খবর, সোমবার গভীর রাতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা। তারপরই আরএস পুরা এলাকার আর্নিয়া সেক্টরে গভীর রাতে তল্লাশি অভিযান শুরু করেন তারা। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হলে সে পালানোর চেষ্টা করে। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় জওয়ানরা। দীর্ঘ গোলাগুলির পর রাত ১.৫০ নাগাদ নিকেশ হয় ওই অনুপ্রবেশকারী।
বিএসএফ’র এক আধিকারিকের কথায়, “ঘটনার পর পুরো এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। মৃত ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ ভারতে প্রবেশের চেষ্টা করেছে কি না বা কেউ প্রবেশ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে”। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। যদিও মৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার জন্যে নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বেশকিছু দিন ধরে ছদ্দবেশে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির সদস্যরা। কিন্তু ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় তাদের সমস্ত পরিকল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন দেশে যাতে কোনও রকম আততায়ী হামলার ঘটনা না ঘটে সে প্রচেষ্টা করে যাচ্ছে ভারতীয় সেনা। উল্লেখ্য, গত ২৪ জুলাই সাম্বা সেক্টরে রামগড় এলাকায় এক পাকিস্তানি চোরাচালানকারীকে খতম করে বিএসএফ জওয়ানরা। সূত্রের খবর, খতম ওই অনুপ্রবেশকারীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।