নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে সুনীল ছেত্রী, গুরুপ্রীত সিং ও সন্দেশ জিঙ্ঘান খেলবেন না, কিনা তা পরিষ্কার নয়। কিন্তু এশিয়াড ভারতীয় দল নিয়ে কোনও প্রকার টেনশনে নেই। চাপে নেই ভারতের গ্রুপে অন্য প্রতিপক্ষদের নিয়েও। একটি সাক্ষাৎকারে তিনি ভারতীয় দল রীতিমতো চ্যালেঞ্জ নিলেন। বললেন, ‘চীন ও বাংলাদেশের বিরুদ্ধে আমরা লড়ব চোখে চোখ রেখে।’
বিশেষজ্ঞদের মধ্যে এশিয়ান গেমসে ভারত তুলনামূলক সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে সেই বিষয়ে ঘরের থেকে জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন, ‘চীন আমাদের থেকে কিছুটা শক্তিশালী। তবে এর আগে মায়ানমার এবং বাংলাদেশের বিরুদ্ধে আমরা ভালো পারফরম্যান্স করতে পেরেছি। তবে এশিয়ান গেম একটা আলাদা মঞ্চ। এখানে প্রতিটি দেশের প্রতিটি ফুটবলার নিজের সর্বোচ্চ দিয়ে সেরাটা করার চেষ্টা করবে। তাই বিপক্ষকে সমীহ করে চলা বুদ্ধিমানের কাজ হবে। দলে কয়জন সিনিয়র ফুটবলার খেলতে পারবে সেটাও দেখতে হবে। তবে যাই হোক আমাদের ছেলেরা সহজে হাল ছাড়বে না। ভারতীয় দলের জার্সি ও দেশের পতাকার মান রাখবে।’
আরও পড়ুন: Novak Djokovic: জোকারের জল্পনা উসকে দিলেন বাবাই
এই টুর্নামেন্টে ভারতীয় দলের অনেকেই তরুণ খেলোয়াড় তাদেরকে নিয়ে ম্যাচ জেতা কতটা কঠিন বা সহজ হবে তা প্রধান কোচের থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মঞ্চে ধারাবাহিকতা দেখাতে হবে ছেলেদের। নিজেদের স্কিল বাড়াতে হবে। যত বেশি ম্যাচ খেলবে, তত ফুটবল জ্ঞান বাড়বে। আমরা সবাই দেখেছি এই তরুনরাই ইন্টার কন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে। আমি দাবি করে বলছি এই ছেলেরা বিপক্ষের চোখে চোখ রেখে পারফর্ম করতে পারে। এরা আমার দলের সিনিয়র ফুটবলারদের থেকে কোনও অংশে কম নয়।’
এশিয়ান গেমস ছাড়াও ভারতীয় দল কিংস কাপ, মারডেকা কাপ খেলবে। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্ব তো আছেই। জাতীয় দলের মান বজায় রাখতে আইএসএলের। দলগুলোর সঙ্গে তিনি কথা বলবেন কিনা জানতে চাওয়া হলে। ইগর উত্তর দেন, ‘এশিয়ান গেম কত বড় একটা টুর্নামেন্ট তা সবাইকে আলাদা করে বলে দিতে হবে না। এই টুর্নামেন্টের জন্য আইএসএলের দলগুলোকে ফুটবলার রিলিজ করা উচিত। এই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলব। আশা করি সবাই একটা ফুটবল পরিবার হিসাবে দেশের স্বার্থে আমরা কাজ করব।’