নিউজ ডেস্ক: নেতারা একে অপরকে প্রায়ই অকথ্য ভাষায় আক্রমণ করেন। কুকথা বলতে দেখা যায় তাদের। এবার এক সহকারী জেলাশাসকের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এতদিন একাজ করার নিদর্শন কম। বিরোধীদের অভিযোগ তৃণমূলের জমানায় জেলাশাসক থেকে শুরু করে বিডিও এসডিও-রা তৃণমূলের হয়ে কাজ করছেন। সেই অভিযোগ আরেকবার উঠে এল। এক কীর্তিমান সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হুমকি ও সার্ভিস রুল ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ শ্রীমান বন্দ্যোপাধ্যায় নাকি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে হুমকি দিয়েছেন। এমনকি তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ।
বিজেপির দেওয়া একটি স্ক্রিনশটে দেখা যায় “হারলে আপনাদের কাপড় খুলে নেওয়া হবে”, “মানুষ খুব রেগে গেছে জিততে না পারলে ভীষণ বিপদ আছে” এজাতীয় কথা ব্যভার করা হয়েছে কথোপকথনে। জানা গিয়েছে শ্রীমান বাবু বর্তমানে তিনি খড়্গপুরের ম্যাজিস্ট্রেট পদে আছেন। আগে তিনি হরিরামপুরে বিডিও পদে ছিলেন। এক্ষেত্রে সুকান্ত মজুমদারের প্রশ্ন, “একজন সরকারি আধিকারিক কিভাবে রাজনৈতিক মন্তব্য করতে পারেন এবং কোন দলের নেতাকে হুমকি দিতে পারেন”। তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজ্য প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। বিজেপি, সিপিএম কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের অভিযোগ বিডিও, এসডিও এবং জেলাশাসকরা শাসক দলের হয়ে কাজ করছেন।
Tags: NULL