নিউজ ডেস্ক: দুষ্কৃতীদের মারে আহত হলেন রেলকর্মী। রানাঘাট শান্তিপুর শাখার হবিবপুর ও ফুলিয়া স্টেশনের মাঝে উদয়পুর রেলগেটের ঘটনা। গেটম্যান রেলের গেট না তোলায় তাকে বেধরক মারধর করে এক ব্যক্তি। মারাত্মক জখম অবস্থায় ওই রেলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে সোমবার তিন ব্যক্তি জোরপূর্বক রেলগেট তুলতে বলে রেলের গেটম্যান রানাঘাট শান্তিপুর শাখার হবিবপুর ও ফুলিয়া স্টেশনের মাঝে উদয়পুর রেলগেটে। ডাউন শান্তিপুর লোকাল চলে আসায় সেই সময় গেটম্যান নিয়ম বহির্ভূতভাবে গেট তুলতে চায়নি। গেটম্যান বলে এটা আমার হাতে নেই আমি পারব না। তারপর তাকে এলোপাথাড়ি মার দেয় অজ্ঞাতপরিচয় অভিযুক্তরা। অভিযোগ বন্দুকের বাট দিয়ে মারা হয় ওই গেটম্যানকে। দুষ্কৃতির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে গেটম্যান। এরপর তাকে আরপিএফ উদ্ধার করে রানাঘাট মহকুমা হসপিটাল নিয়ে আসে। মাথায়, থুতনিতে ও বুকে গুরুতর আঘাত পায় এবং সেলাই পড়ে। ওই দুষ্কৃতীদের ধরতে তদন্তে নেমেছে রানাঘাট আরপিএফ ও জিআরপি।