নিউজ ডেস্ক: এবার আকাশপথে অতি সহজেই পণ্য পরিবহনের লক্ষ্যে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে উদ্বোধন হল কার্গো টার্মিনালের। উদ্বোধন করলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের মন্ত্রী শশী পাঁজা। দেশের বিভিন্ন শহরে দ্রুততার সাথে একদিকে যেমন কাঁচা শাকসবজি, মাছ আমদানি এবং রপ্তানি করা যাবে ঠিক তেমনি খুচরো জিনিসপত্র ঔষধসহ বহু অত্যাবশ্যক সামগ্রী আমদানি এবং রপ্তানি সম্ভব হবে। বর্তমানে স্পাইসজেট ও ইন্ডিগো বিমানের মাধ্যমে পণ্য পরিবহন করা হবে। দেশের মধ্যে প্রথম বেসরকারি গ্রিনফিল্ড অন্ডাল বিএপিএল (বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড)
বিমানবন্দর কর্তৃপক্ষ আশাবাদী বছরে ২৫ হাজার মেট্রিকনের উপর পণ্য পরিবহন করা সম্ভব হবে। স্পাইসজেটের বিমানের মাধ্যমেই পণ্য পরিবহন করা হবে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশাপাশি বিভিন্ন জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম সহ পার্শ্ববর্তী ঝাড়খন্ড এবং বিহারের বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ীরাও উপকৃত হবেন এই কার্গো পরিষেবা চালু হওয়ার পরে। উদ্বোধনের পর রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন “অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বিএপিএল কর্তৃপক্ষ। কার্গো টার্মিনালটি অত্যাধুনিক মানের করা হয়েছে। দমদম এবং বাগডোগরার চাপ কমবে অন্ডাল বিমানবন্দরে উড়ানপথে পণ্য পরিবহন শুরু হওয়ার কারনে”। বর্তমানে অন্ডাল থেকে মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ দিল্লি অর্থাৎ দেশের বৃহত্তম শহর গুলিতে আকাশপথে পণ্য পরিবহন পরিষেবা চালু হলো আজ থেকেই।
Tags: NULL