নিউজ ডেস্ক: নিজের পিস্তলের গুলিতে আত্মঘাতী হলেন সিপিএম নেতা। মানসিক অবসাদে এমন ঘটনা বলে দাবি পরিবারের। যদিও ঘটনার তদন্তে নেমছে পুলিশ। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডুড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাহার গ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিপিএম নেতার নাম সামসুজ জামান (৭২)। তিনি ২০০৩-২০০৮ সাল পর্যন্ত সিপিএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পদ সামলেছেন। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের লোকজনের দাবি, সোমবার সকালে বাড়ির ছাদে গিয়ে নিজের পিস্তল দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। গুলির শব্দ শুনে পরিবারের লোকজন ছাদে গিয়ে দেখেন সামসুজবাবু মাটিতে লুটিয়ে পরে রয়েছেন। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, “ পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করা হবে। সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। তিনি নিজে আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কেউ তাকে গুলি করল দেখা হচ্ছে। তাঁর পিস্তলের লাইসেন্স ও গুলির সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে”।