নিউজ ডেস্ক: সীমিত সংখ্যা, তা সত্ত্বেও লোকসভায় মোদী-সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট। আর সেই প্রস্তাব গ্রহণ করেছেন স্পিকার ওম বিড়লাও। কিন্তু এখনও আয়োজিত হয়নি ফ্লোর টেস্ট। উল্লেখ্য, আজ বাদল অধিবেশনের অষ্টম দিনেও বিরোধীদের অশান্তির জেরে মুলতুবি হয়ে যায় দুই কক্ষেরই অধিবশন। এরমধ্যেই বার বার উঠছে প্রশ্ন, কবে হবে এই ভোটাভুটি?
এই বিষয়ে এবার মুখ খুলেছেন সংসদ-বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যেই আলোচনা করা হবে বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব নিয়ে। যদিও এই অনাস্থা প্রস্তাবের যৌক্তিকতা নিয়েই উঠছে প্রশ্ন। প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম থাকা সত্ত্বেও কেন বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনছে, তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। যদিও বিরোধী জোটের পক্ষ থেকে RJD সাংসদ মনোজ ঝাঁ যুক্তি দেখান, এই অনাস্থা প্রস্তাবে সরকার না পড়লেও মণিপুর ইস্যু নিয়ে মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত মঙ্গলবার, কেন্দ্রের মোদী-সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে স্পিকারকে চিঠি দেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এরপর ৫০ জন সাংসদ সাক্ষর করেন ওই চিঠিতে। এরপরই অনাস্থা প্রস্তাবে সায় দেন ওম বিড়লা। তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই নির্ধারিত হবে ফ্লোর টেস্টের তারিখ।