নিউজ ডেস্ক: ১৯৯৪ সালে শেষ বার আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলেছিলেন দিয়েগো মারাদোনা। তখনও তাঁর গায়ে ছিল ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার সে বারের সেই জার্সি পরলেন লিওনেল মেসি। প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানালেন তিনি। এখন আমেরিকাতেই ক্লাব ফুটবল খেলছেন মেসি। আর্জেন্টিনার ২৯ বছরের পুরনো বিশ্বকাপের জার্সি পরে সমাজমাধ্যমে ছবি দিয়েছেন মেসি। তবে জার্সিটি মারাদোনার ব্যবহৃত কিনা, তা জানাননি। অনেকেই মনে করছেন মেসির গায়ের জার্সিটি রেপ্লিকা।
১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর গত বছর মেসির অধিনায়কত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। কাতারে বিশ্বকাপ জেতার পর মারাদোনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন মেসি। বিশ্বকাপ জেতার পর মারাদোনা যে ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তার সঙ্গে ফুটবলপ্রেমীরা মিল পেয়েছিলেন মেসির বিশ্বজয়ের উচ্ছ্বাসের। আর্জেন্টিনার ফুটবল-সহ ক্রীড়াজগতে এখনও মারাদোনার প্রভাব রয়েছে যথেষ্ট। ২০২০ সালের নভেম্বরে প্রয়াত হয়েছেন মারাদোনা। আর্জেন্টিনার হয়ে তিনি ৯১টি ম্যাচ খেলেছিলেন। ৩৬ বছরের মেসি এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ১৭৫টি ম্যাচ। ২০২৬ সালে আগামী ফুটবল বিশ্বকাপও হবে আমেরিকায়। মেসির ’৯৪ সালের জার্সি পরা ছবি দেখে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা চাইছেন, তিনিও মারাদোনার মতো শেষ বিশ্বকাপ আমেরিকার মাটিতে খেলুন।