নিউজ ডেস্ক: রাজনৈতিক সভা চলাকালীন বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ভয়াবহ এই ঘটনায় নিহত কমপক্ষে ৪৬ জন। আহত কমপক্ষে ২০০ জন। স্থানীয় সংবাদসূত্রের খবর অনুযায়ী, ঘটনার পিছনে আইএসআইএস জঙ্গি সংগঠন দায়িশ জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
রবিবার পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা খাইবার পাখতুনখাওয়ায় বেজাউর এলাকায় একটি রাজনৈতিক জনসভায় উপস্থিত ছিল জামায়েত উলেমা-ই-ইসলাম-ফাইজাল(JUI-F)এর সদস্যরা। সভা চলাকালীন হঠাৎ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ অফিসার(DPO) নাজির খান বলেন, “বেজাউর এবং পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলিতে জরুরি অবস্থা লাগু করা হয়েছে। গুরুতর আহতদের সেনাবাহিনীর কপ্টারে করে বেজাউর থেকে পেশোয়ারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।” ঘটনার তদন্ত শুরুর পর প্রাথমিক পর্যায়ে জঙ্গি সংগঠন দাইশের নাম উঠে এসেছে বলে জানান নাজির। সেইসঙ্গে তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তারা।
উল্লেখ্য, গত বছর ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান(TTP)। আর তারপর থেকে পাকিস্তানের মাটিতে জঙ্গি হামলার একাধিক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার জন্যে আল-কায়দার সঙ্গে যুক্ত হতে চাইছে TTP। আর সেকারণে ইসলামাবাদের সঙ্গে তাদের সংঘর্