নিউজ ডেস্ক: রামনবমী মামলায় NIA কে অসহযোগিতা করা নিয়ে ফের আদালতের ক্ষোভের মুখে পড়ল রাজ্য। জাস্টিস জয় সেনগুপ্তের এজলাসে এই নিয়ে শুনানি চলাকালীন রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, রাম নবমী মামলার হিংসার ঘটনায় হাইকোর্টের রায়কে বহাল রেখে NIA তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায়কে খারিজের আর্জি জানিয়ে সিঙ্গেল বেঞ্চে ফের আবেদন জানায় রাজ্য। অন্যদিকে, তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় NIA। সেই মামলার শুনানিতে রাজ্যের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়তে দেখা জ্যা বিচারপতিকে।
বিচারপতি জয় সেনগুপ্তকে বিরক্ত হয়ে বলতে শোনা যায়, সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ করে আপনারা লাখ লাখ টাকা খরচ করছেন। আর এরপর যখন আপনাদের বিরুদ্ধে রায় যাচ্ছে, তখন সেই নির্দেশ পালন করছেন না আপনারা! সুপ্রিম কোর্টের নির্দেশে কোনওভাবেই ঢুকবে না আদালত বলে স্পষ্ট জানিয়ে দেন জয় সেনগুপ্ত।তিনি রাজ্যের উকিলের উদ্দেশ্যে বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যাবতীয় মামলার নথি NIA-কে দিতে হবে। আগে রাজ্য সেই নির্দেশ মানুক, তারপর মামলা শোনা হবে আপনাদের। রাজ্য সরকারকে পরিষ্কারভাবে বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ বাই পাস করে নতুন মামলা করে আগের নির্দেশ কার্যকরে দেরি করবে রাজ্য, সেটা মানা যাবে না।
উল্লেখ্য, যে কোনও মামলাতেই বিপক্ষে রায় গেলে বার বার আইনের ফাঁক গলে কোর্টে আপিল করে বিষয়টা সম্প্রসারিত করার প্রবণতা দেখা যাচ্ছে রাজ্যের তরফে। এ বিষয়ে বিচারপতির সাফ বার্তা, হাইকোর্ট NIA তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ না মেনে NIA কে সহযোগিতা করছে না রাজ্য। উলটে রাজ্য নিজেই NIA এর বিরুদ্ধে মামলা করে কাজে দেরি করছে। পাশাপাশি ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর করতে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে রাজ্যের কাছে থাকা যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ NIA কে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।