নিউজ ডেস্ক: বিতর্ক পিছু ছাড়ছে না ‘ওএমজি ২’-এর। মুক্তির ১০ দিন আগেও বিপাকে অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা। সেন্সর বোর্ডের আতশ কাচের নিচে পড়ে মুক্তি নিয়েও দোলাচলে ভুগছে ছবির নির্মাতারা। আদিপুরুষ নিয়ে কটাক্ষের মুখে পড়ে সেন্সর বোর্ড এবার বেশি সতর্ক। ইতোমধ্যেই ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। তবে এবার শুধু ছবির দৃশ্যেই নয়, খোদ অক্ষয়কে নিয়েই সমস্যা জানিয়েছে সেন্সর বোর্ড!
এক দশক আগে মুক্তি পাওয়া ছবি ‘ওএমজি’-তে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয়কে। বক্স অফিসে দারুণ সাফল্য পায় সেই ছবি। ‘ওএমজি ২’-তে শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। নীল দেহে জটাধারী অক্ষয়কে দেখে উচ্ছ্বসিত দর্শক মহল। কিন্তু তাতেই আপত্তি তুলেছে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা। মহাদেবকে নিয়ে কোনোরকম অসম্মান কোনোমতেই বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।
এই মন্দিরে শুট করা দৃশ্যগুলি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন পুরোহিতরা। তাতেই জোরদার বিরোধিতা করেছেন ছবির নির্মাতারা। ইতোমধ্যেই এই ছবিকে ‘ইউ/এ’ এর পরিবর্তে ‘এ’ শংসাপত্র দেওয়ায় বিরোধিতা করেছিলেন নির্মাতারা। এবার চিত্রনাট্যের ভিত্তিতে তৈরি দৃশ্য বাদ দিলে ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। আবার শুট করতে হলে তা আর্থিক ক্ষতির মুখে পড়বে বলেও জানিয়েছে নির্মাতারা।