নিউজ ডেস্ক: জওয়ানের প্রিভিউ লঞ্চ হওয়ার পরেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সোমবার প্রকাশ পেল জওয়ানের প্রথম গান। ইউটিউবে গানটি রিলিজ হওয়ার পরেই ২ মিলিয়নের বেশি ভিউজ পেয়ে গিয়েছে। গানটির নাম জিন্দা বান্দা। তিনটি ভাষায় এই গান মুক্তি পেয়েছে আজ।
গানটির শুরুতেই শাহরুখের সংলাপ শোনা গিয়েছে। ক্লিন সেভ লুক, লাল রঙের শার্টে চেনা মেজাজেই দেখা গিয়েছে কিং খানকে। সঙ্গীতের দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। ইলেকট্রিক গিটারে তাক লাগিয়েছেন কেবা জেরেমিয়া ও সানাইয়ের সুর দিয়েছে বালেশ। অনিরুদ্ধ নিজেও গানটির ব্যাকগ্রাউন্ডে গলা মিলিয়েছেন। নাচের কোরিওগ্রাফি করেছেন শোবি পলরাজ।
গানটি নিয়ে উন্মাদনা ইতোমধ্যে চোখে পড়ার মতো। মিনিটি মিনিটে বেড়ে চলেছে এর ভিউজ। গানটিতে শাহরুখের পাশে দেখা গিয়েছে অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও প্রিয়ামণিকে। নাচের তালে বৃহৎ এক মহিলা বাহিনীকে দেখা যাচ্ছে যাদের প্রিভিউতেও দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে এই ছবিতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু এই তিনটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি।