নিউজ ডেস্ক: রিষড়া কান্ডের তদন্তে নামল এনআইএ। সোমবার রাত দশটা নাগাদ রিষড়া থানায় আসে এনআইএর চার সদস্যের একটি দল। থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। ঘটনায় অভিযোগ কি হয়েছিল এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল এই মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন এনআইএ আধিকারিকরা। শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা।
৩ এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে বিস্তর অশান্তির সূত্রপাত হয় রিষড়া সন্ধা বাজার এলাকায়। পর দিন রিষড়া চার নম্বর রেল গেট সহ কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। গাড়ি ও দোকানে অগ্নিসংযোগ সহ দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। ৪ এপ্রিল রাজ্যপাল রিষড়ায় এসে শান্তির বার্তা দেন। রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকায় দীর্ঘদিন ১৪৪ ধারা জারি থাকে। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয়। ধীরে ধীরে শান্ত হয় রিষড়া। পরবর্টিতে যারা অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল তারা জামিনে ছাড়া পান।
রিষড়া কান্ডে অনেকে আহত হন, কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। বাড়ি ঘর ভাঙচুর হয়। আগুন দেওয়া হয় গাড়িতে। হাইকোর্ট রিষড়া ও হাওড়ার ঘটনায় এন আই এ তদন্তের নির্দেশ দিলে রাজ্য সরকার তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এন আই এ তদন্তের নির্দেশ বহাল রাখে।