নিউজ ডেস্ক: মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে সেই উল্লেখ ছিল। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মধ্যে বিষাক্ত টিকটিকির লেজ পাওয়া গেল। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সৈয়দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল জনা ২০ শিশু ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার শ্যামপুর ১ নম্বর ব্লকের ধান্দালী গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় ফের মুখ পুড়েছে প্রশাসনের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২০ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের উলুবেড়িয়া উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য। জানা গিয়েছে এক শিশু খিচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার বাড়ির লোকেরা দেখতে পান খিচুড়ির মধ্যে টিকটিকির লেজ পড়ে রয়েছে । এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িযে পড়ে। একের পর এক শিশুর অতিরিক্ত মলত্যাগ ও বমি হতে থাকে। খবর পেয়ে গ্রামে পৌছায় দাক্তারদের দল। অসুস্থদের চিকিৎসা করেন তারা। ঘটনাস্থলে আসেন শ্যামপুর ১ নম্বর ব্লকের শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক মহম্মদ রাজা।
আরও পড়ুন: CPI (M) Member Died: সিপিএম নেতার বুকে গুলি, তদন্তে পুলিশ
শ্যামপুর ১ নম্বর ব্লকের বিডিও তন্ময় কাজি বলেন, “২০ জনের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ১০ জনকে ভর্তি রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য”। সকলেরই অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ওই খাবার সংরক্ষণ করে তা পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হবে।