নিউজ ডেস্ক: পুরুষ-সঙ্গী ছাড়াই এই বছর ভারত থেকে হজ-যাত্রা করেছেন প্রায় ৪০০০ মহিলা, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি। মুসলমান সম্প্রদায়ের অসংখ্য মহিলার চিঠি পেয়েছেন তিনি বলে জানান মোদী। পুরুষ-সঙ্গী ছাড়াই বিপুল সংখ্যায় ভারতীয় মুসলিম মহিলাদের হজযাত্রায় শামিল হওয়ার ঘটনাকে তাঁর সরকারের সাফল্য বলে জানান তিনি।
মোদী বলেন,’তাঁদের এই হজ যাত্রা অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই মহিলারা হলেন তাঁরা, যারা কোনও পুরুষসঙ্গী বা মেহরাম ছাড়াই হজ করেছেন। আর এই সংখ্যাটা ৫০-১০০ নয়, ৪০০০। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন ব্যাপক।’ এর আগে মুসলিম মহিলাদের পুরুষ-সঙ্গী ছাড়া হজযাত্রার অনুমতি ছিল না বলে জানান মোদী। সেই সঙ্গে সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সৌদি আরব প্রশাসনকেও।
উল্লেখ্য, মুসলিম মহিলাদের সশক্তিকরণে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তিন তালাক রদের মতো ঐতিহাসিক পদক্ষেপও নেওয়া হয় নির্ভীকভাবে। পাশাপাশি, হজ পলিসিতেও বেশ কিছু সংস্কার করায় মুসলিম মহিলাদের হজে অংশ নেওয়া হয়েছে সহজতর। প্রধানমন্ত্রী জানান, হজ থেকে ফিরে এসে মুসলমান মা-বোনেরা সরকারকে ধন্যবাদ-বার্তা পাঠিয়েছেন চিঠিতে।