নিউজ ডেস্ক: ৮ অক্টোবর থেকে একদিনের বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ ভারত ও পাকিস্তান। আগে ঠিক ছিল যে এই মহাযুদ্ধ আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। কিন্তু, নবরাত্রির জন্য সেই ম্যাচের পুলিশের অনুমতি পাওয়া যায়নি।
আপাতত শোনা যাচ্ছে যে এই ম্যাচের তারিখ নাকি বদলে ১৪ ই অক্টোবর হবে। বৃহস্পতিবার বোর্ডের সভায় দিনক্ষণ চূড়ান্ত হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। জয় শাহ বলেছেন যে চলতি বছর ভারতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচিতে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে।
তিনি বলেন যে আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘোষণা করে দেওয়া হবে। ২-৩ সদস্যের একটি বোর্ড আসন্ন বিশ্বকাপের সূচিতে সামান্য পরিবর্তন করার আবেদন জানিয়েছিলেন। তবে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন করা মুশকিল। দেখা যাক, কী করা যায়।