নিউজ ডেস্ক: শীঘ্রই বাজারে আসতে চলেছে অ্যাপেলের আই ফোন ১৫ সিরিজ। এবার বিভিন্ন টেকনোলজির সঙ্গে থাকতে চলেছে আকর্ষনীয় ডিজাইন ও আরো অন্যান্য ফিচার। আইফোন ১৫ সিরিজে আসতে চলেছে মোট চারটি মডেল। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। তবে আইফোন ১৫ প্রো-তে থাকবে টাইটেনিয়ামের ফ্রেম। যদিও রাউন্ড-এজ-ডিজাইন হবে এই টাইটেনিয়াম ফ্রেমটি।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে আসতে চলেছে এই মডেলগুলি। অ্যাপেল সংস্থার কর্মীদের মতে এই বছর নতুন মডেলগুলির দাম বাড়তে পারে। সেই দাম নেহাত কম নয়। ২০০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা বাড়তে পারে বলেই জানিয়েছে এই সংস্থা থেকে।
জেনে নিন কী কী বৈশিষ্ট্য থাকবে এই নয়া সিরিজে?
- নতুন অ্যাকশন বাটন কন্ট্রোল ও পেরিস্কোপ থাকতে পারে।
- আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের সঙ্গে আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের মিল পাওয়া যেতে পারে।
- এছাড়াও, এতে স্যামসাংয়ের এম১২ প্যানেল থাকবে এই মডেলে।
- সবকটি মডেলেই পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকতে পারে ও রিয়ার প্যানেলে বড় ক্যামেরা মডিউল থাকবে বলেই জানা গিয়েছে।
- নতুন এই আইফোন ১৫ সিরিজে ইউএসবি টাইপ সি পোর্ট হওয়ার সম্ভবনা বেশ জোরালো বলেই জানা যাচ্ছে।