নিউজ ডেস্ক: দুদিন খবরের শিরোনামে না থাকলেই প্রশ্ন করে বসেন, ‘আজকে আমাকে নিন্দা করে কোন খবর নেই কেন?’ তিনি আর কেউ নন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিতর্কের সঙ্গে তার খাতির একটু বেশি। অন্যরা বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করলেও তিনি নিজেই বিতর্কের পিছনে ধাওয়া করেন। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিটি রিলিজ হওয়ার পরেই ছবির নির্মাতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছেন তিনি। তাঁর অভিযোগের তীর থেকে রেহাই পাননি অভিনেতা রণবীর কপুরও। নাম না করেই একাধিক অভিযোগ নিয়ে এসেছেন তিনি। তবে এইবার নিজেই বিপাকে পড়েছেন কঙ্গনা।
বলিউডের হাতেগোনা তারকার উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকে, তার মধ্যে কঙ্গনা অন্যতম। তবে এইবার তাঁর ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন করেছেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। গেরুয়া শিবিরের সঙ্গে কঙ্গনার সম্পর্ক এমনিতে বেশ ভালই। তবে সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরেছে। গেরুয়া শিবিরের বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে তাঁর। অভিনেত্রীর নাম না করেই সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে বলেন, স্পেশাল প্রোটেকশন গ্রুপের কাজ বলিউডের তারকাদের নিরাপত্তা দেওয়া তবে তাঁদের গতিবিধির উপর নজর রাখা নয়, তা সত্ত্বেও ওঁর ক্ষেত্রে বিশেষ উচ্চমানের সুবিধা দেওয়া হচ্ছে কেন?
প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তোলপাড় হয়ে যায় গোটা বিটাউন, এমনকি মহারাষ্ট্র সরকারও। সেই সময় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কঙ্গনা। ঘটনার পরেই অভিনেত্রীর অফিস ও বাংলো বেআইনি বলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিএমসি। মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিবাদ চূড়ান্ত পর্যায়ে গেলে গেরুয়া শিবিরের কাছে নিরাপত্তা চান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এর পরেই তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়।
এই নিরাপত্তার প্রশ্নের জবাবে টুইট করে বলেন, তিনি শুধু বলিউড তারকাই নয় বরং একজন সচেতন নাগরিকও। তাঁকে নিশানা করেছিল মহারাষ্ট্র সরকার। টুকড়ে গ্যাংয়ের এবং খালিস্থানী গোষ্ঠীর প্রতিবাদ করেছিলেন তিনি। তাঁর প্রাণের ভয় আছে, তাই তিনি নিরাপত্তা চেয়েছিলেন। এতে ভুল কি করেছেন বলেও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বলিউডের ‘কুইন’।