নিউজ ডেস্ক: বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান রুহির বিরুদ্ধে অভিযোগ জানাতে ই. ডি. দপ্তরে প্রতারিতদের সঙ্গে নিয়ে আসেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। তৃণমূল সংসদের বিরুদ্ধে বহু মানুষকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আনলেন শঙ্কুদেব পন্ডা।
সোমবার রাতে সল্টলেকের ইডি দফতরে আসেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। তার সাথে আসেন বেশ কয়েকজন ব্যক্তি, যারা প্রতারিত হয়েছে বলে দাবি করেন। তাদের অভিযোগ কো-অপারেটিভের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি। তাদের দাবি ওই সময় এই কোম্পানির ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি।
আরও পড়ুন: NIA: রিষড়া কাণ্ডের তদন্তে নামল এনআইএ
প্রতারিতদের দাবি তাদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে তাদেরকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির একাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনে যার মধ্যে নুসরত জাহানও রয়েছে। পরে মামলাকারী ও সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে।
সোমবার রাতে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা বেশ কয়েকজন প্রতারিতদের নিয়ে ইডি দপ্তরে উপস্থিত হন। পন্ডা জানান, তিনি প্রতারিত মানুষদের হয়ে ইডির কাছে তদন্ত করার দাবি জানিয়েছেন। বিজেপি নেতা এই পুরো ঘটনাটিকে একটি আর্থিক তছরুপ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন আদালতের তরফে নুসরাত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হবার জন্য সমন পাঠানো হলেও, তিনি একবারও আদালতের সম্মুখীন হননি। শঙ্কুদেব পান্ডা জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই প্রতারিতরা বিচার না পায় তাহলে তিনি তাদের নিয়ে কলকাতার পথে আন্দলনে নামবেন।