নিউজ ডেস্ক: নদীয়া জেলার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র রওনা দিল রাজভবনের উদ্দেশ্যে। রাজ্যপাল তথা আচার্যের কাছে তাদের উপাচার্য নিয়োগের দাবি জানাবে।
প্রসঙ্গত ৫৮ দিন ধরে লাগাতার চলছে আন্দোলন। হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন থাকার ফলে সমস্যা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে। বড় সমস্যার মুখে বিশ্ববিদ্যালয় পঠন-পাঠন। ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। উপাচার্য নিয়োগের দাবিতে গত সাত দিন যাবৎ বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমনকি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে তারা। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না কর্মচারী,প্রফেসর থেকে বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। কার্যত অচল অবস্থায় হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার একই ভাবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আন্দোলনরত রয়েছে পড়ুয়ারা। অন্যদিকে পড়ুয়াদের পক্ষ থেকে এক অংশের পড়ুয়ারা হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রওনা দেয় রাজভবনের উদ্দেশ্যে। এবার দেখার রাজ্যপাল কি পদক্ষেপ নেন। তার দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে পড়ুয়ারা।