নিউজ ডেস্ক: এক মঞ্চে মোদী পাওয়ার! বিগত সপ্তাহখানেক ধরে জল্পনা চলছিল এই নিয়ে। যার ফলে চাপা পড়ে গিয়েছিল মূল অনুষ্ঠানের খবর। কিন্তু জল্পনাকে সত্যি করে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল NCP প্রধান তথা মোদী-বিরোধী জোটের অন্যতম মুখ শরদ পাওয়ারকে। আর এতেই মুখ পুড়ল সদ্য ২৬ টি বিজেপি-বিরোধী দলের তৈরি জোট I.N.D.I.A-র।
উল্লেখ্য, আজ ১ লা আগস্ট আবির্ভাব দিবস প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের। পুনের একটি অনুষ্ঠানে লোকমান্য তিলক সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন শরদ পাওয়ার। আর মোদীর সঙ্গে তাঁর একই মঞ্চে উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল এই জল্পনা। মোদী-বিরোধী শিবির বারেবারে পাওয়ারকে নিষেধ করেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে, এতে বিরোধী শিবিরে যেতে পারে ভুল বার্তা। কিন্তু শেষ পর্যন্ত সতীর্থদের নিষেধকে পাত্তা না দিয়েই মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল পাওয়ারকে।
বস্তুত, মোদীর লোকমান্য সম্মান প্রাপ্তির চেয়ে তাঁর সঙ্গে পাওয়ারের এক মঞ্চে থাকাটাই লাইমলাইটে ছিল রাজনৈতিক মহলের। শরিকদের নিষেধ সত্ত্বেও অনুষ্ঠানে পাওয়ারের যোগ দেওয়ায় সদ্য গঠিত INDIA জোটের দলগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া নিয়ে তৈরি হলো সংশয়। এদিকে অবশ্য পাওয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচী করে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩ মাস পূর্বেই। আর মঞ্চে উপস্থিত হওয়ার কথাও দিয়েছিলেন তিনি।
অন্যদিকে, মঞ্চে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডেও ছিলেন মঞ্চে। বিজেপির কটাক্ষ শরদ পাওয়ারকে মানা করার আগে কংগ্রেসের নিজের ঘরের লোকে মানা করা উচিত ছিল। যে যাই বলুক, সম্ভাষণ-বিনিময়ের সময় যেভাবে মোদী-পাওয়ারকে হাসি মুখে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কথা বলতে দেখা যায়, এমনকি মোদীর পিঠ চাপড়ে দিতেও দেখা যায় পাওয়ারকে, এরপর INDIA জোট কতটা সদর্থকভাবে মোদী-বিরোধিতায় শরদ পাওয়ারকে পাশে পাবে, সেই প্রশ্নও তুলে দিল এই অনুষ্ঠান।