নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের গাড়ি। মঙ্গলবার সাতসকালে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আর তার জেরে নজরদারির জন্যে রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরা ভেঙে গেছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার সময় দিঘা থেকে কলকাতা দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১১৬ নং জাতীয় সড়কে কাকগেছিয়া-কুমারগঞ্জের মাঝবরাবর পুলিশের ক্যামরা পোস্টে সজোরে ধাক্কা মারে। গাড়িটির ক্ষতি হয় এবং চোট পেয়েছেন যাত্রীরা।
প্রাইভেট গাড়ির ধাক্কায় পুলিশের ক্যামেরা পোস্টটি ভেঙে পড়ে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।