নিউজ ডেস্ক: ভারতের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে এবার অনলাইন জালিয়াতির মাধ্যমে টোপ ফেলা শুরু করল পাকিস্তান। সূত্রের খবর, দেশের একাধিক সেনা-শিক্ষার্থী স্কুলকে টার্গেট করেছে ভারতের এই প্রতিবেশী দেশ। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে সতর্ক করা হয়েছে আর্মির পাবলিক স্কুলগুলিকে। বলা হয়েছে, সম্প্রতি দুটি ভিন্ন নম্বর দিয়ে হোয়াটসআপ কল করা হচ্ছে শিক্ষার্থীদের। নম্বর দুটি হলো- 8617321715/9622262167।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সেনা-শিক্ষার্থীদের তরফ থেকে জমা পড়েছে অজস্র অভিযোগ। জানা যাচ্ছে, পাকিস্তানী এজেন্টরা শিক্ষক সেজে ফোন করে কথা বলছেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। এরপর ‘New Classroom Groups’ নামের একটি লিঙ্কে অনলাইন ক্লাসে জয়েন করার উৎসাহ দিতে বলা হচ্ছে এই জালিয়াতিতে। গ্রুপে জগ দিলে রেজিস্ট্রেশনের নামে চাওয়া হচ্ছে একাধিক ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য। বাবার পেশা, স্কুল রুটিন, শিক্ষকের নাম, স্কুলের পোশাক সংক্রান্ত তথ্যসমূহ নথিবদ্ধ করতে বলা হচ্ছে ওই লিঙ্কে।
আর্মি স্কুলগুলির কর্তৃপক্ষের তরফে এই জালিয়াতির থেকে সতর্ক রাখতে জারি করা হয়েছে নির্দেশিকা। কোনওরকম অচেনা স্প্যাম ফোন নম্বরের কল রিসিভ করা কিংবা ভুয়ো মেসেজ বা লিঙ্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও। সেনা সূত্রে পরিষ্কারভাবে জানানো হয়েছে, এই চক্রের মাধ্যমে ভারতের নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য আমদানি করছে পাকিস্তান। কিছুদিন আগে কেনিয়া, জাম্বিয়া থেকেও এরকম ভুয়ো হোয়াটসআপ কল পাচ্ছিলেন ভারতীয়রা।