নিউজ ডেস্ক: সিলিন্ডারের দামের হাইজাম্পের কারণে বিপদে পড়তে হয়েছে আমজনতা থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীদেরকেও। তবে সুখবর মিলল হোটেল মালিকদের জন্য। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলো ১০০ টাকা। আজ তেল বিক্রয়কারী সংস্থাগুলি ঘোষণা করে গ্যাসের এই নতুন দাম। এর ফলে উপকৃত হলো ছোট হোটেল, স্ট্রিট ফুডের দোকানগুলি। যদিও বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি আপাতত।
তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমার ফলে দেশের ৪ মেট্রো শহরে কিছুটা স্বস্তিতে ছোটখাটো হোটেল মালিকরা। এই দাম কমার ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৯২০ টাকা থেকে হলো ১৮২০। দিল্লিতে ১৭৮০ থেকে কমে হলো ১৬৮০। অন্যদিকে, মুম্বইয়ে ১৭৪০.৫০ টাকা থেকে হয়েছে ১৬৪০.৫০ টাকা। আর চেন্নাইতে সেই দাম হয়েছে ১৯৫২ টাকা থেকে ১৮৫২।
উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাসের দাম গত মাসেই বাড়ানো হয়েছিল ৭ টাকা। আর তার এক মাসের ভিতরেই এতটা দাম কমায় বেশ খুশি ছোটোখাটো হোটেলগুলি। সেক্টর ৫ এর একটি ফুটপাথের হোটেলের মালিককে দাম কমার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যারা এইরকম কর্পোরেট অফিসপাড়ায় হোটেল চালাই, তাদের জন্য গ্যাসের দাম বাড়া খুব বিপজ্জনক। কারণ, আমাদের প্রতিদিন হাতে ধরা কিছু খদ্দের থাকেন। গ্যাসের দাম বাড়লে দাম বাড়াতে হয় খাবারেরও। তখন সমস্যা হয়। আর অফিস পাড়ায় খাবারের দাম বাড়ানোটাও মুশকিল। এই কারণে বাড়তি গ্যাসের দাম আমাদের লস করেই দিতে হয়। তবে এই ১০০ টাকা দাম কমায় কিছুটা সাশ্রয় হবে আমাদের।