নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার পথে আরও একটি জুটমিল। মালিক শ্রমিক দ্বন্দ্ব ও সরকারের উদাসীনতার জেরে বন্ধ হতে বসেছে উত্তর চব্বিশ পরগণা জেলার ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। বেশ কয়েক বছর ধরেই এই জুট মিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এমনকি এই জুট মিলে একাধিকবার পড়েছে সাসপেনশন ওফ ওয়ার্ক নোটিশ।
জানা গেছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে কাজ করেন পাঁচ হাজার শ্রমিক। কিন্তু বেশ কয়েকদিন ধরেই শ্রমিক ও মালিক কর্তৃপক্ষর মধ্যে অসন্তোষ ও দ্বন্দ্ব লেগেই ছিল। রিলায়েন্স মিলের শ্রমিকদের অভিযোগ মাত্রা অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। অতিরিক্ত কাজের চাপে নাজেহাল মিল শ্রমিকরা। আর এই শ্রমিক অসন্তোষের জেরেই আর মিলে কাজ করতে আসছে না শ্রমিকরা।
তবে মিল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মিল বন্ধ করে দেওয়ার কোন নোটিশ দেয়নি। রিলায়েন্স মিলের নির্দিষ্ট একটি ডিপার্টমেন্টের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। যদিও পুরো মিলের বাকি শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছে। গোটা বিষয় নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, “শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মিল কর্তপক্ষের সাথে যাবতীয় কথাবার্তা বলব। দ্রুত পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে”। প্রসঙ্গত সরকারের উদাসীনতায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুটমিল। পশ্চিমবঙ্গে বাম আমলে রুগ্ন হয়ে ওঠা জুট শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ পর্যায়ে এসে ঠেকেছে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতারা মালিক পক্ষের দিকে ঝুঁকে আছেন বলে অভিযোগ শ্রমিকদের একাংশের।