নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ‘লগান’ ছবির শিল্প নির্দেশক নীতীন চন্দ্রকান্ত দেশাই। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। অসুস্থতা জনিত কারণ নয় বরং মহারাষ্ট্র পুলিশের সূত্রে খবর, আত্মহত্যা করেছেন তিনি। মুম্বইয়ের কারজাতে নিজের স্টুডিওতে বুধবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। যদিও আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তাঁর পরিচিত মহলের দাবি বেশ কিছুদিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন এই শিল্প নির্দেশক।
বলিউডের বিখ্যাত কিছু সিনেমা ছাড়াও অসংখ্য হিন্দি ও মারাঠি ছবিতে শিল্প নির্দেশনা করেছিলেন তিনি। তাঁর তৈরি স্টুডিও এনডি স্টুডিওতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। বলিউডে যথেষ্ট পরিচিত ব্যক্তি ছিলেন তিনি। তাঁর তৈরি সেট ব্যবহার হয়েছে একাধিক বিগ বাজেটের এবং সুপারহিট ছবিতে। শুধু মাত্র আর্ট ডিরেক্টরই নয়, প্রোডাকশন ডিজাইনার হিসেবেও পরিচিত ছিলেন তিনি। বলিউডের বিভিন্ন ছবি যেমন, ‘লগান’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম আকেলে হাম’ ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন তিনি।
বি-টাউনের নামিদামি পরিচালক, সঞ্জয় লীলা বনশালি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়াদের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। তিনবার সেরা আর্ট ডিরেকশনের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এমনকী চারবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পেয়েছিলেন তাঁর শিল্পের কারণে।