নিউজ ডেস্ক: রাজভবনে অ্যান্টি করাপশন সেল চালু করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মূলত দুর্নীতির সঙ্গে লড়াইয়ের জন্য রাজভবনের এই বিশেষ বিভাগের পথ চলা শুরু করলেন। যদিও রাজভবনের এই পদক্ষেপে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে রাজ্যপালের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হলেও তৃণমূলের তরফ থেকে রাজ্যপালের উদ্যোগের সমালোচনা করা হয়েছে।
রাজভবন থেকে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী দুর্নীতি আটকাতে যে পদক্ষেপের কথা বলেছেন সেই পথেই নাকি হাঁটছে রাজভবন। কাউকে টাকা দেবেন না”। প্রসঙ্গত এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় রাজভবনে খোলা হয়েছিল পিস রুম। এবার খোলা হলো এন্টি করাপশন সেল। মূলত নিয়োগের ক্ষেত্রে কেউ ঘুষ চাইলে রাজভবনে তথ্য প্রমান সহ অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন: TMC MP Scam: প্রতারণার সঙ্গে নাম জড়াল তৃণমূল সাংসদের, অভিযোগ ইডি দপ্তরে
রাজ্যপাল দুর্নীতির প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী দুর্নীতি আটকাতে যা করণীয় বলেছেন তাই আমরা করছি। বন্ধুহীনদের বন্ধু হওয়ার চেষ্টা করছে রাজভবন। রাজভবন তার লক্ষণ রেখার মধ্যে থেকে কাজ করছে”। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করছেন বলে দাবি করলেও তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “রাজ্যপাল বিজেপিকে খুশি করার জন্য কাজ করছেন। রাজভবনকে বিজেপির দপ্তরে পরিণত করেছেন। তিনি সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন”। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এপ্রসঙ্গে বলেন, “প্রশাসন তার দায়িত্ব পালন করছে না। মুখ্যমন্ত্রী দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছেন। তাই রাজ্যপাল রাজ্যের অভিভাবক এবং সাংবিধানিক প্রধান হিসেবে তার এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছেন”।