নিউজ ডেস্ক: রোহিত-বিরাটকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ODI তে খুব খারাপভাবে পর্যুদস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই এই দুই অভিজ্ঞকে ছাড়া বাকি দলের ওভার অল পারফরম্যান্স নিয়ে উঠছিল প্রশ্ন। তবে গতকাল নির্ণায়ক ম্যাচে উইন্ডিজকে গোহারা হারিয়ে সিরিজ জিতে সমালোচকদের জবাব দিয়ে দিল বিরাট-রোহিত বিহীন ভারত। ২০১ রানের বিপুল জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতের তরুণ-তুর্কীরা।
উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচে ডাগ-আউটে থাকার পর তৃতীয় ম্যাচেও মাঠের বাইরে ছিলেন বিরাট-রোহিত। প্রশ্ন উঠেছিল, তবে কি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়া উইন্ডিজের কাছে হারতে হতে পারে সিরিজ। তবে সেই সম্ভাবনার সুযোগ দিল না পান্ডিয়ার ভারত। রীতিমত টিম-গেম খেলে তুলে ফেলল ৩৫১ রান। এদিন শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন ঈশান কিষান। তাঁকে যোগ্য সাথ দেন শুভমন। দুই ওপেনারের অসাধারণ পার্টনারশিপে ভর করে ভারত প্রথম ২০ ওভারেই তুলে ফেলে ১৫০। মাত্র ৬৪ বলে ঈশান করেন ৭৭, অন্যদিকে তাড়াহুড়ো করে খেলতে গিয়ে ৮৫ রানে লঙ অনে ক্যাচ দিয়ে ফেলেন গিল। রতুরাজ গাইকোয়াডকে এদিন ৩ নম্বরে একপেরিমেন্ট করা হলেও ব্যর্থ হন তিনি। তবে সূর্যের বদলে ৪ নম্বরে সঞ্জু স্যামসনকে তুলে আনা হলে সফল হন তিনি। ঝোড়ো ব্যাটিং করে ৫১ রান তুলে নেন সঞ্জু। শেষের দিকে ৭০ রানে অপরাজিত অধিনায়ক পাণ্ডিয়ার লম্বা লম্বা ছক্কায় ভর করে এবং সূর্যকুমারের ৩৫ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৫১ রান তুলে নেয় ভারত।
অন্যদিকে, এদিন হতাশ করেনি ভারতের বোলিং স্কোয়াডও। শুরু থেকেই জ্বলে ওঠেন সদ্য আসা মুকেশ কুমার। দুরন্ত সুইংয়ের জাদুতে তিনি পর পর ফিরিয়ে দেন ওপেনার কিং এবং মায়ার্স এবং তারপর অধিনায়ক সাই হোপকে। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ৪ উইকেট তুলে নেন শার্দুল। একতা সময় ৮৮ রানে ৮ উইকেট চলে যাওয়ার পর মনে হয়েছিল তিন অঙ্ক পেরোতে ব্যর্থ হবে উইন্ডিজ। তবে ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নামা জোসেফ(২৬) এবং মোতির (৩৯) ব্যাটে ভর দিয়ে শেষ পর্যন্ত ১৫১ রান তোলেন ক্যারিবিয়ানরা। বড় কথা, এদিন কোনও ভারতীয়র ব্যাট থেকে সেঞ্চুরি না এলেও শুধুমাত্র টিম গেম খেলে এই রানের পাহাড় গড়ে পান্ডিয়া-ব্রিগেড। উল্লেখ্য, ম্যাচের সেরা হন গিল, আর সিরিজ সেরার সম্মান পান প্রতি ম্যাচেই হাফ সেঞ্চুরি করা ঈশান কিষান।