নিউজ ডেস্ক: কথায় আছে, ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’! এবার কি সেরকমই ঘটতে চলেছে সদ্য প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসা সীমা হায়দারের সঙ্গে। এখনও পাক-গুপ্তচর সন্দেহের স্ট্যাম্প না ঘুঁচলেও এবার নাকি সোজা বলিউডে নামবেন সীমা! উত্তরপ্রদেশের এক হিন্দু যুবকের প্রেমে পড়ে ভারতে পালিয়ে এলেও, সীমার অবৈধ অনুপ্রবেশের পর থেকেই ঘুম উড়েছে দেশের গোয়েন্দাদের। সত্যিই প্রেম, নাকি পাক-গুপ্তচর, এই রহস্যের সমাধান হয়নি এখনও। মাঝে মধ্যেই গোয়েন্দাদের কাছে হাজিরা দিতে হচ্ছে জামিনে থাকা সীমাকে। তবে এরই মাঝে উঠে এল এমনই অবাক করা তথ্য।
পাবজি খেলতে গিয়ে সচিনের সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে করে ভারতে পালিয়ে আসেন বলে দাবি সীমার। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল তার বেশ কিছু নাচ-রিলসের ক্লিপিং। খোশমেজাজেই দেখা যায় এই পাক-মহিলাকে। তবে সূত্রের খবর, গোয়েন্দা-পুলিশ করতে করতে নাকি রোজগার বন্ধ এই যুগলের। ভারতে এসে কিছু করে খাওয়ার পরিকল্পনা করতে পারেন নি এখনও বলে জানান সীমা। তাই এবার পেট চালাতে বলিউডে পা দিতে চলেছেন তিনি। সূত্রের খবর, উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার অধ্যক্ষ অমিত জানীর একটি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে মুম্বইয়ে। সেই হাউসেই কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে সীমাকে বলে সূত্রের খবর।
পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে এখনও সন্দিহান ভারত সরকার। এরই মধ্যে সীমা হায়দারকে একেবারে বলিউডের অন্দরমহলে টেনে আনার ঘটনাকে বাড়াবাড়ি দেখছেন কেউ কেউ। তবে অমিত জানীর বক্তব্য, সীমাকে পেট চালাতে সাহায্য করার চেষ্টা হলেও অবৈধভাবে ভারতে প্রবেশ করাকে কোনওভাবেই সমর্থন করছি না আমরা। তবে যে যাই বলুক, একেবারে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসার পরও সোজা বলিউডে পা রাখার সৌভাগ্য হয় যার, তার ভাগ্য ঈর্ষণীয়ই বটে! এখন দেখার বড় পর্দার সেলিব্রিটি হিসেবে কবে ডেবিউ হয় সীমার।