নিউজ ডেস্ক: নায়িকাদের চুলোচুলি নিয়ে সরগরম টলিউড। মাতঙ্গী ওয়েব সিরিজের শুটিংয়ে দুই নায়িকা বিবাদ এখন টলিপাড়ার হটকেক। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ওয়েব সিরিজের শুটিংয়ে অভিনেত্রী সোহিনী সরকার ও তৃণা সাহার বিবাদের খবর। গত সপ্তাহেই শুরু হয়েছে এই ওয়েব সিরিজের শুটিং। কিন্তু সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা।
প্রযোজনা সংস্থার তরফে পাওয়া সুবিধা নিয়েই ঝামেলার সূত্রপাত বলেই জানা গিয়েছে। সোহিনী যে সুবিধা পান সেটা তৃণাকেও দেওয়া হোক, এমনটাই দাবি করেন অভিনেত্রী তৃণা সাহা। নিজের মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার, আলাদা টয়লেট, মেকআপ রুম ইত্যাদি নিয়ে সমস্যার কথা জানান তিনি। এরপরেই সোহিনী প্রোডাকশন হাউজকে বলেন অভিনেতা-অভিনেত্রীদের কী প্রয়োজন তা কথা বলে মিটিয়ে নিতে। তিনি কী কী সুবিধা পাচ্ছেন তা নিয়ে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে।
এর পরে তিনি আরো বলেন যে তিনি যা যা সুবিধা পাচ্ছেন তা নিজের কাজের মাধ্যমে নিজ যোগ্যতায় অর্জন করেছেন তিনি। এই কথা শোনার পরেই তৃণা সেট থেকে বেড়িয়ে যান। কানাঘুষোয় শোনা যাচ্ছে তৃণার পরিবর্তে রোশনি ভট্টাচার্যকে নিয়ে কাজ করতে চাইছে প্রযোজনা সংস্থা। তৃণা অভিনীত জায়গাগুলি ফের রোশনির সঙ্গে শুট হবে বলেই শোনা যাচ্ছে।