নিউজ ডেস্ক: ফের বড় পর্দায় আসতে চলেছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা। এবার কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কাবুলিওয়ালার রূপে মিঠুনের প্রথম লুক। মঙ্গলবার থেকে ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। একমুখ দাড়িগোঁফ, মাথায় পাগড়ি, কাঁধে ঝোলা ও চোখে সুরমা পরে কাবুলিওয়ালার চরিত্রে বেশ ভালোই মানিয়েছে মিঠুনকে, এমনটাই মনে করছেন নেটিজেনরা।
ছবির পরিচালক সুমন ঘোষ। এর আগে বাংলাতে কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস ও হিন্দিতে বলরাজ সাহানিকে এই চরিত্রে দেখা গিয়েছিল। পরবর্তীকালে এই আইকনিক চরিত্রে দেখা গিয়েছিল ড্যানি ডেনপাংকেও। প্রায় ১৩১ বছর আগে লেখা এই ছোটোগল্প সিনেমা নির্মাদের বেশ প্রিয়। দুই অসমবয়সী মানুষের বন্ধুত্বের-ভালোবাসার গল্প বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যা প্রতিটি সময়ে সমান ভাবে প্রাসঙ্গিক।
১৯৬৫ সালের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। যা মূল ছবির থেকে কিছুটা আলাদা হবে বলেই জানিয়েছেন পরিচালক। ছবিতে ছোট মিনির মা-বাবার চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার ও আবীর চট্টোপাধ্যায়। যদিও মিনির চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি এখনো। ২০১২ সালে পরিচালক সুমন ঘোষের সঙ্গে নোবেল চোর ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন মিঠুন। এবার কাবুলিওয়ালাতে দেখা যাবে তাঁদের যুগলবন্দি। শেষবার প্রজাপতি ছবিতে দেখা গিয়েছিল মিঠুনকে। অনেকদিন পরে ফের বাংলা ছবিতে দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তীকে।