নিউজ ডেস্ক: ভারতে তারকা হলেও বিদেশে সাধারণ মানুষ! তাই দেশের মাটিতে আগে পিছে দেহরক্ষীরা ঘুরলেও বিদেশের মাটিতে সাধারণের মতোই কাটাতে হয় এদেশের তারকাদের। কিছুদিন আগেই বিদেশের মেট্রো স্টেশনে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা যায় রাহুল গান্ধীকে। এইবার ইটালির রাস্তায় নিজেদের ব্যাগ বইতে দেখা যায় সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবানীকে।
৩১ জুলাই কিয়ারার জন্মদিন কাটাতে ইটালি ঘুরতে গিয়েছেন এই দম্পতি। ইটালির আমালফির রাস্তায় দুজনে দুটি বড়ো ট্রলি হাতে ফ্রেমবন্দি হন। দেশের মাটিতে এমন দৃশ্য কল্পনাই করা যায়না। ফ্যান-ফলোয়ার্স দেহরক্ষী ও পাপারাৎজিদের থেকে দূরে সাধারণের মতোই দিন কাটাচ্ছেন তাঁরা। যদিও এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই কটাক্ষের মুখে পড়েছেন এই তারকা দম্পতি। নেটিজেনদের অনেকেই বলেন অবশেষে নিজেদের ব্যাগ বইবার সুযোগ পেলেন তাঁরা।
চলতি বছর ফেব্রুয়ারিতে অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী কিয়ারা আডবানী। শোনা যায় করণ জোহরের ঘটকালিতেই নাকি তাঁদের চারহাত এক হয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃস্বত্তা কিয়ারা। যদিও সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে ছুটিতে জলকেলিতে ব্যস্ত তিনি। সেই ভিডিয়ো নিজেই পোস্ট করেন তিনি।