নিউজ ডেস্ক: ‘যুদ্ধ কোনও বিকল্প নয়’। তাই ভারতের সঙ্গে ‘শান্তি’ বৈঠকে প্রস্তুত পাকিস্তান। জাতীয় নির্বাচনী আবহে এমনটাই দাবি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। নাম না করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র চাইলে গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে দুই দেশের’। উল্লেখ্য, মাস খানেক আগেও ভারতের সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। যদিও উত্তর মেলেনি ভারতের।
সম্প্রতি ইসলামাবাদে আয়োজিত পাকিস্তান খনিজ সম্মেলনে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে বক্তৃতা রাখার সময় ভারতের প্রসঙ্গে নাম না করে একাধিক মন্তব্য করেন তিনি। তবে অবশ্য নরম সুরে। এমনকি কাশ্মীর প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। যদিও তাঁর সেই মন্তব্যে ভারতের উত্তর, কাশ্মীর ভারতের ‘ছিল, আছে এবং থাকবে’।
উল্লেখ্য, বৈদেশিক বিনিয়োগের লক্ষ্যে ইসলামাবাদের এই সম্মেলন। আর এই মুহূর্তে ব্যাপক আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। অন্যদিকে, আগামী ১২ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠিত চলেছে সেদেশে। সুতরাং, এই পরিস্থিতিতে ভারতের সহযোগীতা যে সর্বাঙ্গীণভাবে প্রয়োজন তা বেশ ভালোই বুঝতে পেরেছেন শারিফ।
অন্যদিকে, ভারতের সঙ্গে সমস্ত চুক্তি অমান্য করে একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। এই পরিস্থিতি সেই দেশের সঙ্গে আলোচনা কোনও মতেই সম্ভব নয় নয়াদিল্লির তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর।
জয়শংকরের কথায়, “সন্ত্রাসবাদকে স্বাভাবিক হতে দিতে পারবে না ভারত। ফলে পাকিস্তানের সঙ্গে আলোচনার কোনও জায়গাই নেই। আমার কাছে এটি একটি সাধারণ জ্ঞানের বিষয়।”