নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মামলা নিয়ে ফের এলাহাবাদ হাইকোর্টে ঝটকা খেল মুসলিম পক্ষ। মসজিদে সমীক্ষা বন্ধ করার মুসলিম পক্ষের আবেদন খারিজ করল কোর্ট। অর্থাৎ এবার আর ASI সার্ভেতে রইল না কোনও বাধা। চিফ জাস্টিস প্রিন্তিকর দিবাকরের একক বেঞ্চ মুসলিম পক্ষের আবেদন খারিজ করে লাগু করে ASI সার্ভে।
সূত্র বলছে, সার্ভে করা হলে মসজিদের ক্ষতি হতে পারে বলে কোর্টে যাচিকা দায়ের করেছিল মুসলিম পক্ষ। কিন্তু ASI এফিডেবিট দাখিল করে জানায় সার্ভে করার সময় মসজিদের কোনও অংশের কোনও ক্ষতি হবে না। ASI এর এই সুনিশ্চিতকরণের পরই সার্ভে করতে গ্রিন সিগন্যাল দেয় কোর্ট। এই রায়ের ফলে এখন যে কোনও সময় সমীক্ষার কাজ শুরু করা যাবে। হিন্দু পক্ষের উকিল জানান, কোর্ট এই রায় দিয়ে মেনে নিল ASI সার্ভে যে কোনও মুহূর্তে শুরু করা যেতে পারে।
উল্লেখ্য, গত ২১ জুলাই জেলা কোর্টের ASI সার্ভের অনুমোদনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় মুসলিম পক্ষ। এই আবেদনের পর সার্ভেতে সাময়িক নিষেধাজ্ঞাও জারি করেছিল হাইকোর্ট। তবে ASI পরিষ্কারভাবে মুচলেকা দিয়ে জানিয়ে সার্ভে চলাকালীন কোনওরকম ক্ষতি হবে না মসজিদের।