নিউজ ডেস্ক: ‘নারীদের উন্নতিতে বিশ্বের উন্নতি’। G-20 সম্মেলনে নারীর ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী বন্দনায় প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ, “যখন নারী সমাজের সমৃদ্ধি ঘটে, কেবল তখনই সমৃদ্ধ হয় বিশ্ব। তাদের আর্থিক উন্নতিতে উন্নত হয় সামাজিক পরিকাঠামো। শিক্ষায় তাদের প্রবেশাধিকার বিশ্বব্যাপী অগ্রগতিকে চালিত করে। তাদের নেতৃত্ব বিশ্বের উন্নয়নের প্রতিপালক। তাদের কণ্ঠ বিশ্বের ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রাণিত করে।”
গান্ধীনগরে আয়োজিত তিন দিনের এই সম্মেলন শুরু হয়েছে বুধবার থেকে। চলবে শুক্রবার পর্যন্ত। সম্মেলনে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। মূলত বিশ্বে নারীদের উন্নয়ন নিয়ে আলোচনার জন্যে এই বৈঠক। বুধবার বৈঠকের শুরুতে নারী বন্দনায় মুখর হয়ে ওঠেন প্রধানমন্ত্রী। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গে টেনে ভিডিও বার্তায় তিনি বলেন, “নারী উন্নয়নে বড় প্রমাণ হলেন আমাদের রাষ্ট্রপতি। উপজাতি সম্প্রদায়ের একজন প্রতিনিধি হয়ে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়কও তিনি।”
নারী অধিকার এবং উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের সংবিধান সমস্ত নাগরিকদের সমান ভোটাধিকার প্রদান করে। অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ উন্নয়ন সহ সর্বক্ষেত্রে দেশের নির্বাচিত মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। করোনা পরিস্থিতিতে মহিলারা সকলের সঙ্গে একযোগে কাজ করেছেন। অতিমারীর সময় ৮০ শতাংশ মহিলা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন।”
প্রসঙ্গত, দেশের ক্ষমতায় আসার পর নারীদের উন্নয়নে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী। মহিলাদের ক্ষুদ্র ব্যবসাগুলির জন্যে একাধিক আর্থিক পরিকল্পনাও বাস্তবায়িত করেছেন তিনি। এনেছেন ‘প্রধানমন্ত্রী যোজনা’।