নিউজ ডেস্ক: একদিকে জ্ঞানবাপী নিয়ে আদালতে চলছে বাদ-বিবাদ। এলাহাবাদ হাইকোর্ট যখন রায় দিয়েছে ASI সার্ভের পক্ষে, ঠিক সেই সময় ফের শিরোনামে রাম মন্দির। জোর কদমে তৈরি হচ্ছে রাম মন্দিরের কাজ, এবার সামনে এল রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সময়কাল। সেই সঙ্গে স্পষ্ট হলো, কবে থেকে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিতে হাজির হতে পারবেন ভক্তরা।
জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই রাম মন্দির খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য। এর আগে প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচী সুনিশ্চিত করা হয়েছে ১৬ থেকে ২৪ জানুয়ারির মধ্যে। সূত্রের খবর, তারিখ সুনিশ্চিত করার জন্য সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। সঠিক তারিখ নিশ্চিত হলে ঘোষণা করে দেওয়া হবে কর্মসূচী। এদিকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে, মন্দির খোলা হলে একটিমাত্র অরাজনৈতিক অনুষ্ঠানই হওয়া উচিত। জানা যাচ্ছে, প্রাণ প্রতিষ্ঠার দিন কোনওরকম রাজনৈতিক জনসভা হবে না অযোধ্যায়। অনুষ্ঠানের অতিথিদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও থাকবেন সাধু-সন্তদের প্রতিনিধি এবং সঙ্ঘের শীর্ষ কার্যকর্তারা।
উল্লেখ্য, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি সাধারণ মানুষজনের কাছে পৌঁছে দিতে সম্প্রচার করা হবে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে। অনুমান করা হচ্ছে, অক্টোবর মাসের মধ্যেই শেষ হবে মন্দিরের কাজ। সারা মন্দির জুড়ে প্রায় ৬০০০ দেবদেবীর মূর্তি খোদাই করা হবে। খোদাই থাকবে রামায়ণের বিভিন্ন অধ্যায়ের ঘটনাবলীও।