নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে চিন। ঘূর্ণিঝড় ‘ডোকসুরি’র দাপটে রীতিমতো লন্ডভন্ড রাজধানী বেজিং এবং তার পার্শ্ববর্তী হেবেই প্রদেশ। স্থানীয় সূত্রের খবর, এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি। এখনও নিখোঁজ অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের।
বেজিং’এর আবহাওয়া দফতর জানিয়েছে, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু চিনা রাজধানীতে। ১৪০ বছরের ইতিহাসে যা আগে কখনও হয়নি বলে মত সেদেশের হাওয়া অফিসের। একটানা বৃষ্টির কারণে জলের তলায় বেজিং’এর একাধিক অঞ্চল। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। নেই ইলেকট্রিসিটিও। ফলে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে খবর। সেইসঙ্গে, বন্যার কারণে বেশকিছু জায়গায় জলের পাইপও ফেটে গিয়েছে। ফলে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে।
তবে বন্যার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেবেই প্রদেশের ছোট শহর ঝোউঝৌ। সেখানে কতজন মানুষ আটকে রয়েছেন, এখনও পর্যন্ত তার সঠিক সংখ্যা জানা যায়নি বলে খবর। তাই উদ্ধারকাজের জন্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যের আর্জি জানিয়েছে প্রশাসন। হেবেই প্রদেশের প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ৮ লক্ষ ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এখনই নিস্তার নেই চিনের। আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার জাপানে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় খানুন। চলতি সপ্তাহের শেষের দিকে তার গতিপথ চিনের দিকে ঘুরে যাবে বলে অনুমান করা হচ্ছে।