নিউজ ডেস্ক: একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে এখনও দোলাচলে ভারতীয় বোর্ড। পাকিস্তান সরকারের অনুমতি পর্যন্ত পাওয়া যায়নি। তার আগে রয়েছে এশিয়া কাপ। জট সেখানেও।
ফলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাবরদের আসা ঠিক হবে কিনা, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন সেই কমিটি বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসবে। পিসিবি চেয়ারম্যান জ়াকা আশরফের উপস্থিত থাকার কথা বৃহস্পতিবারের বৈঠকে। সূত্রের খবর, ভারতের যে শহরগুলিতে বাবরদের খেলা রয়েছে, সেই সব শহর এবং স্টেডিয়ামগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য প্রতিনিধি দল পাঠাতে পারে পাক সরকার। নিরাপত্তা বিশেষজ্ঞদের সেই দল ভারতের শহরগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দেবে শরিফের গড়ে দেওয়া উচ্চপর্যায়ের কমিটিকে। তার ভিত্তিতে পাক প্রধানমন্ত্রীকে সুপারিশ করবেন ভুট্টোরা।
আরও পড়ুন: Jaspreet Bumrah: ক্যাপ্টেন হয়ে ফিরলেন বুমরাহ
পাক বিদেশমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন ১৪ জন। অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী, আইনমন্ত্রী, আন্তঃপ্রাদেশিক সমন্বয়মন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, পাক সরকারের কাশ্মীর বিষয়ক উপদেষ্টা, বিদেশসচিব-সহ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা আধিকারিকেরা। সূত্রের খবর, ভারতে দল পাঠাতে মন্ত্রী এবং আধিকারিকদের নীতিগত আপত্তি নেই। তবে তাঁরা নিশ্চিত করতে চাইছেন যাতে ক্রিকেটার, কোচিং স্টাফ, সমর্থক বা কর্তাদের কোথাও কোনও সমস্যায় না পড়তে হয়।
এক দিনের বিশ্বকাপ খেলার জন্য ভারতের যে সব শহরে বাবরদের যেতে হবে, সেই সব শহরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত জানার পর সিদ্ধান্ত নেবে পাক বিদেশমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। সেই মতো তাঁরা সুপারিশ করবেন পাক প্রধানমন্ত্রীকে। শরিফ পদাধিকার বলে পিসিবিরও চিফ প্যাট্রন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।