নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ১২টা ম্যাচকে পাখির চোখ করেছে ভারত। যার মধ্যে তিনটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। একটিতে হার ও দুটিতে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু করেছে ভারত। এই সিরিজে বেশিরভাগ তরুণ মুখকে খেলতে দেখা গিয়েছে। তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়ার ফলে পুরনো প্লেয়াররা বিশ্রামে ছিলেন সিরিজে। যেমন মহম্মদ শামি, রোহিত শর্মা, বিরাট কোহলি। এছাড়াও একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজকে। শুরু হতে চলা টি-২০ সিরিজেও বিশ্রামে থাকবেন সিনিয়র প্লেয়াররা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে ব্যাট করেননি বিরাট। ৭ নম্বরে রোহিত শর্মা ব্য়াট করতে নামেন। তিনিই দলকে জিতিয়ে দেন, ফলে বিরাটকে আর নামার দরকার পড়েনি। শেষবার একদিনের ক্রিকেটে বিরাট কোহলি ব্য়াট করেছিলেন চলতি বছরের ২২ মার্চ। অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচ ছিল সেটা। বিরাট ৫৪ রান করেন সেখানে। এরপর থেকে বিরাট আর ৫০ ওভারের ক্রিকেটে ব্যাট হাতে নামেননি।
আরও পড়ুন: Jaspreet Bumrah: ক্যাপ্টেন হয়ে ফিরলেন বুমরাহ
১৬৩ দিন অর্থাৎ প্রায় সাড়ে ৫ মাস পর বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ব্যাট করতে নামবেন তাও বিশ্বকাপের বছরে, যা বেশ চিন্তার। কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই গুরুত্বপূর্ণ। দুটো ট্রফিই ভারত দীর্ঘদিন জেতেনি। ফলে এই দুটো ট্রফির আগে বিরাটের এই লম্বা বিরতি আলাদা করে চিন্তায় রাখবে দলকে।